News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

অত্যাচারিত নিপীড়িত মুছাপুরের মানুষ মুক্তি চায় : কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৪৯ পিএম অত্যাচারিত নিপীড়িত মুছাপুরের মানুষ মুক্তি চায় : কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আজ আমি মুছাপুরে গণসংযোগ এসেছি। এই এলাকার মানুষের অনেক অভিযোগ ছিল। এই এলাকার (মুছাপুর) মানুষ অনেক অত্যাচারিত, নিপীড়িত হয়েছে। তারা চায় আগামী দিনে যেন তারা এর থেকে মুক্তি পেতে পারে। এজন্য তারা ধানের শীষকে বিজয়ী করতে চায়। কারণ ধানের শীষ একমাত্র শান্তির পক্ষের দল।

শুক্রবার (৩০ জানুয়ারি) কালামকে নিয়ে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই প্রচারণা চালান।

এসময় আবুল কালাম বলেন, আমি বন্দরের সন্তান। আমাকে আপনারা সকলেই চেনেন জানেন। আমি দীর্ঘদিন আপনাদের সেবা করেছি। আজ আবার এসেছি। আপনারা সকলে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন।

তিনি আরও বলেন, আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। বিগত সময়ে দীর্ঘদিন এ এলাকায় উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে আমার এলাকার মানুষের জন্য আবারও কাজ করবো।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।