News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

ফতুল্লায় হাতপাখা প্রতীকে ব্যাপক সাড়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:০৪ পিএম ফতুল্লায় হাতপাখা প্রতীকে ব্যাপক সাড়া

নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী ইসমাইল সিরাজী শুক্রবার সকাল থেকে সন্ধ্যা অবধি ফতুল্লার মাসদাইর, এনায়েতনগর ঢালীপাড়া, ধর্মগঞ্জ, ভোলাইল ও কাশিপুর এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি পালন করেছেন। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগকালে মুফতী ইসমাইল সিরাজী বলেন,দেশ ও জনগণের কল্যাণে ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। 

তিনি আরও বলেন, ফতুল্লার সার্বিক উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং যুব সমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। স্থানীয় নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থকরাও এ সময় উপস্থিত ছিলেন।