News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

কাসেমীর পাশে সেই অস্ত্রবাজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১০:৫৭ পিএম কাসেমীর পাশে সেই অস্ত্রবাজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্রধারী, সন্ত্রাসী ভরে গেছে - নির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের এমন অভিযোগের মধ্যেই বিএনপি সমর্থিত জমিয়তের প্রার্থীর পাশে দেখা গেছে একজন দুর্ধর্ষ অস্ত্রধারীকে। পুলিশের তালিকায় তিনি একজন অপরাধী। এলাকাবাসীর কাছে মাদক সম্রাট ও অস্ত্রবাজ।

ওই সন্ত্রাসীর নাম রাসেল। নারায়ণগঞ্জ শহরের একটি মারামারির ঘটনায় প্রকাশ্য পিস্তল হাতে গুলি করতে দেখা যায় রাসেলকে।

সম্প্রতি ফতুল্লার জমিয়ত প্রার্থী মনির হোসেন কাসেমীর সঙ্গে দেখা যাচ্ছে এ রাসেলকে। তিনি যেখানেই যাচ্ছেন সেখানে রাসেল যাচ্ছেন। এ সম্পর্কিত একটি ছবি এসেছে যেখানে দেখা গেছে কাসেমীকে প্রহরা দিচ্ছেন রাসেল।

২৭ জানুয়ারী নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনজন হেভিওয়েট প্রার্থী ফতুল্লার সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তখন তারা সেখানে সন্ত্রাসীদের আনাগোনার ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন নির্বাচনের পরিবেশ নিয়ে।

এ অবস্থায় কাসেমীর পাশে অস্ত্রধারীর ছবি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন, কাসেমী শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ সমর্থক শামীম ওসমানের অনুসারীদের নিয়ে ঘুরাফেরা করছেন। তার মঞ্চে সন্ত্রাসীদের দেখা যাচ্ছে।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সকাল থেকেই বন্ধন পরিবহনের দখল নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময়ে রাসেলকে প্রকাশ্য অস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা যায়। ওই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছিল। সেখানে রাসেলওকে আসামী করা হয়।

 রাসেল হাজার হাজার বোতল ফেনসিডিল এবং লাখ লাখ পিছ ইয়াবার পাইকারী ডিলার হিসেবে পরিচিত। এই রাসেল নারায়ণগঞ্জ বিএনপির নেতা পরিচয় দানকারী ও মাদক ডিলার ডিব্বা হালিমের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। বাড়ি মাসদাইর গুদারাঘাট এলাকায়। ৬ বছর পূর্বে ফতুল্লা থানা পুলিশের কাছে প্রায় ২ হাজার ৪ শত বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন।