News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

আলেমের খেজুর গাছের ডালে যারা ঝুলছেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:১৯ পিএম আলেমের খেজুর গাছের ডালে যারা ঝুলছেন

নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মনির কাসেমীর কড়া সমালোচনা করেছেন  এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।

শুক্রবার এক প্রচারণায় আল আমিন বলেন, কেউ কেউ আছেন আসল প্রতীক পান নাই। খেজুর খাছ নিয়ে নির্বাচন করছেন। খেজুর গাছের এত কাটা নারায়ণগঞ্জবাসী বুঝতাছে। এক ডালে বসে আছেন চৌধুরী। ওই চৌধুরীর জ্বালায় ফতুল্লাবাসী টিকতে পারছে না। একডালে একজন আছেন যার নামে ১০টি হত্যা মামলা। আরেক ডালে আছেন এক চেয়ারম্যান যিনি নৌকার নির্বাচন করেছেন। আলেম পরিচয়ে এ কাজকর্ম করলে মানুষ কিন্তু আলেম নামটা পরিবর্তন করে দিতে সময় নিবে না।