নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মনির কাসেমীর কড়া সমালোচনা করেছেন এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।
শুক্রবার এক প্রচারণায় আল আমিন বলেন, কেউ কেউ আছেন আসল প্রতীক পান নাই। খেজুর খাছ নিয়ে নির্বাচন করছেন। খেজুর গাছের এত কাটা নারায়ণগঞ্জবাসী বুঝতাছে। এক ডালে বসে আছেন চৌধুরী। ওই চৌধুরীর জ্বালায় ফতুল্লাবাসী টিকতে পারছে না। একডালে একজন আছেন যার নামে ১০টি হত্যা মামলা। আরেক ডালে আছেন এক চেয়ারম্যান যিনি নৌকার নির্বাচন করেছেন। আলেম পরিচয়ে এ কাজকর্ম করলে মানুষ কিন্তু আলেম নামটা পরিবর্তন করে দিতে সময় নিবে না।


































আপনার মতামত লিখুন :