News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

বাবার জন্য ফুটবল প্রতীকে দোয়া চাইলেন সাদরিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১০:২২ পিএম বাবার জন্য ফুটবল প্রতীকে দোয়া চাইলেন সাদরিল

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে দোয়া চাইলেন তার ছেলে সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের হাউজিং এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে সাদরিল সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

নির্বাচনী উঠান বৈঠকে গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমার বাবা মুহাম্মাদ গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ ৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাই আমি নারায়ণগঞ্জ ৩ আসনের সকলের কাছে আমার বাবার জন্য দোয়া চাই আপনারা আগামী ১২ তারিখে ফুটবল প্রতীকে ভোট দিয়ে গিয়াসউদ্দিন সাহেবকে নির্বাচিত করবেন। আপনাদের কাছে আমাদের আর কোন চাওয়া নেই।

সাদরিল বলেন, আপনাদের কাছে দাবি আপনারা শিক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কারণ শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যাতিত কোন জাতি উন্নতি করতে পারেনা তাই আপনাদের কাছে আমি এলাকার সন্তান হিসেবে সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত সমাজ গড়তে ফুটবল প্রতীকে ভোট দিবেন।

উক্ত উঠান বৈঠকে নাসিক ৪নং ওয়ার্ডের স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ এলাকার যুব সমাজ ও মহিলারা উপস্থিত ছিলেন।