News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:০৬ পিএম নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মির্জা মো. আরাফাত বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটারাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করবে। সেই সাথে নির্বাচনকালিন সময়ে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এদিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নারায়ণগঞ্জ কার্যালয়ে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

লে. কর্ণেল মির্জা মো. আরাফাত বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপর থাকবে। দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন ১৩টি সংসদীয় আসনের মোট ১ হাজার ৯২১টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বমোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলায় ৫টি বেইজ ক্যাম্প হতে বিজিবি সদস্যগণ ৫টি উপজেলায় দায়িত্ব পালন করবে। ৫টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।