News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

আগামী বর্ষায় ডেঙ্গু মহামারী ধারণ করতে পারে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৪৪ পিএম আগামী বর্ষায় ডেঙ্গু মহামারী ধারণ করতে পারে

নগর ভাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৩০ জানুয়ারী ২০২৬ নগর ভাবনা সংগঠনের পক্ষ থেকে সকাল ৯টায় শীতলক্ষা-বুড়িগঙ্গা-বাবুরাইল খালের ১৫ নং ওয়ার্ডের নিমতলা অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এর পূর্বে নগর ভাবনা সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নগর ভাবনা’র আহ্বায়ক সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, আমাদের অসচেতনতার কারনে এডিস মশা বিস্তার লাভ করছে। প্রতি বছর পূর্ণ শীত মৌসুমে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রকোপ থাকেনা বললেই চলে। কিন্তু এ বছর তার ব্যাতিক্রম। এখনও প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। কাজেই আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারন করতে পারে বলে আশঙ্কা করছি। তাই এখন থেকে প্রত্যেক নাগরিকের সচেতন হতে হবে। আমরা ইতিমধ্যেই পরিকল্পিত মশক নিধনের জন্য স্মারকলিপির মাধ্যমে সিটি কর্পোরেশনে প্রশাসক মহোদয়ের কাছে আলাদা মশক নিধন বিভাগ গঠনের দাবি জানিয়েছি।

উপস্থিত ছিলেন রমেন্দ্র চন্দ্র সরকার, মোঃ দেলোয়ার হোসেন, অজয় কুমার বিশ্বাস, নিগার সুলতানা পলি, হাদিউজ্জামান গালিব, লিলু মিয়া, কাজী মাহবুব আলম জয়, মুন্নী সরদার, মোহাম্মদ মাহাবুব মিয়া, রুহুল আমিন মামুন, মোহাম্মদ আল  আমিন, তরুন নাহা, জনি সাহা, জুয়েল ভূইয়া, মতিউর রহমান, শাওন আক্তার ও মোঃ আবুল কালাম প্রমুখ।