News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ চক্রকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সূত্র : টিবিএস রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১০:০৮ পিএম হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ  চক্রকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা

বিনিয়োগকারীদের লক্ষ্য করে প্রতারণায় জড়িত নারায়ণগঞ্জভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে গোয়েন্দা সংস্থাগুলো শনাক্ত করেছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান।

 

২৬ আগস্ট ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ফাঁদে ফেলা প্রতারক চক্র থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানান। 

 

তিনি বলেন, 'স্টক এক্সচেঞ্জের লাইসেন্সপ্রাপ্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মোবাইল অ্যাপস ছাড়া শেয়ারবাজারে লেনদেন করার কোনো সুযোগ নেই। তাই কারও প্রলোভনে পড়ে অন্য কোনোভাবে লেনদেন না করার জন্য সাবইকে অনুরোধ করছি।'

 

আসাদুর রহমান আরও বলেন, 'একটি চক্র হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও উভয় স্টক এক্সচেঞ্জের লোগো ও ঠিকানা ব্যবহার করছে—যা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।' 

 

চক্রটি দ্রুত মুনাফা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'এতে করে অনেকে প্রতারিত হচ্ছেন। এ প্রতারণা রোধে খিলক্ষেত থানায় গত ৩ আগস্ট অভিযোগ করা হয়। এছাড়া সচেতন করার জন্য সব স্টেকহোল্ডারদের এবং ডিএসই ভবনে সব অফিসকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়ে বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছে।'

 

বিনিয়োগকারীদের সচেতন করার জন্য গত খিলক্ষেত থানায় আবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। 

 

আসাদুর বলেন, 'শেয়ারবাজারে বর্তমানে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এর মধ্যে প্রতারক চক্রের কারণে শেয়ারবাজারের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।'

 

'প্রতারক চক্রকে ধরতে আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে। তাই এই চক্রকে বলব: যারা সাধারণ মানুষের থেকে টাকা নিয়েছেন, তারা ফেরত দিয়ে দেবেন। একইসঙ্গে বিনিয়োগকারীদেরকে এ ধরনের লেনদেন করার আগে ডিএসই, সিএসই ও বিএসইসির ওয়েবসাইটে দেওয়া নাম্বারে ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার অনুরোধ করছি,' বলেন তিনি।

এর আগে মোবাইল অ‍্যাপসের মাধ্যমে প্রতারণা নিয়ে একটি সংবাদ প্রকাশ করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

 

ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে আবারও অস্বাভাবিক মুনাফার লোভ দেখিয়ে বিপজ্জনক ফাঁদে ফেলা হচ্ছে, সেটি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ও মোবাইল অ্যাপে কিছু তথাকথিত বিনিয়োগ প্ল্যাটফর্ম তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অফার করছে মাত্র ১৫ দিনে ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মুনাফার নিশ্চয়তা দিচ্ছে তারা।

Islam's Group