নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডস লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। রোববার ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সহায়তায় ছিলেন রূপগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন। মুহাম্মদ মারজানুর রহমান বলেন, অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক হাশেম ফুডস লিমিটেডকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।








































আপনার মতামত লিখুন :