নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসছে নতুন কমিউটার ট্রেন। আগামী ২৬ মার্চ থেকে এই রুটে আর কোনো পুরাতন ট্রেন চলাচল করবে না।
ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এতদিন ধরে নারায়ণগঞ্জবাসীর যে ভোগান্তি ছিলো আশা করা যাচ্ছে এখন থেকে ভোগান্তি কমবে। নারায়ণগঞ্জবাসী কিছুটা আরামদায়কভাবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করতে পারবে। সেই সাথে প্রয়োজনের তাগিদে আরও ট্রেন বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি যোগদানের পরপরই এখানকার সুধী সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সাথে বসেছিলাম তারা যে সকল সমস্যার কথা বলেছিলো তার মধ্যে ছিলো যানজট আমরা সেটা নিয়ে কাজ করছি। আরেকটি ছিলো রেল যোগাযোগ। কিভাবে আরও বেশি জনবান্ধব করা যায়। সে লক্ষ্যে আমরা রেল মন্ত্রণালয়ের সাথে কথা বলেছিলাম।
তিনি আরও বলেন, রেল মন্ত্রণালয়ের সচিব আমাদের প্রতি সদয় হয়ে কথা দিয়েছিলেন নারায়ণগঞ্জের রেল যোগাযোগের জন্য পদক্ষেপ নিবেন। এরপর তিনি দেশের বাইরে ছিলেন। গতকাল তিনি দেশে ফেরার সাথে সাথেই আমি যোগাযোগ করেছি। আজ তিনি কনফার্ম করেছেন। তিনি বলেছেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে।
জেলা প্রশাসক বলেন, আগামী ২৬ মার্চ থেকে পুরাতন ট্রেন চলবে না। ঢাকা-নারায়ণগঞ্জে নতুন ট্রেন চলাচল করবে। পরবর্তীতে প্রয়োজনে আরও ট্রেন বাড়ানো হবে বলে আমাদের কথা দেয়া হয়েছে।
এর আগে দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জবাসী নানা ভোগান্তির শিকার হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনে যাতায়াত করতো। যার কারণে নারায়ণগঞ্জবাসীর দাবী ছিলো এই যাতায়াত ব্যবস্থায় সেবার মান বৃদ্ধি করা। বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা। সেই সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে যোগদানের পরপরই তার কাছে বিষয়টি উপস্থাপন করা হয়।
সেই সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। সবশেষ তার ঐকান্তিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন চলাচল শুরু হচ্ছে।
আপনার মতামত লিখুন :