নারায়ণগঞ্জ শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্থানীয় হোসিয়ারী ব্যবসা। শহরের ভেতরে সমিতির (বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন) তালিকাভুক্ত হোসিয়ারী আছে ৫ হাজারের বেশি। তালিকার বাহিরে আরো ২ থেকে ৩ হাজার কারখানা রয়েছে বিভিন্ন পাড়া-মহল্লায়। বছরে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয় এই ব্যবসাকে কেন্দ্র করে। বলতে গেলে নারায়ণগঞ্জ শহরের অন্যতম চালিকা শক্তি এখন হোসিয়ারী ব্যবসা যার হাত ধরে অগনিত ব্যবসায়ী শুন্য থেকে কোটিপতি হয়েছেন। হয়েছে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান। তবে যেই ব্যবসাকে কেন্দ্র করে এতকিছু, সেই ব্যবসা টিকিয়ে রাখতে এবং এর সম্প্রসারণে কি কি করছে সংশ্লিষ্টরা? এমন প্রশ্নের উত্তরে স্থানীয় হোসিয়ারী ব্যবসায়ীরা জানান, টেকসই পরিকল্পনার অভাব, শ্রমিক ও মালিকদের নিরাপত্তা না থাকা, বিভিন্ন জেলা থেকে পোশাক কিনতে আসা ক্রেতাদের নিরাপত্তাহীনতা ও এখানে তাদের থাকার জায়গা না থাকা-সহ একাধিক সংকটের কথা।
নয়ামাটির হোসিয়ারী ব্যবসায়ী মোহাম্মদ বাদশা মিয়া বলেন, মিশনপাড়ায় আমাগো বিশাল বড় ভবন। এটা হোসিয়ারী সমিতির সম্পত্তি কিন্তু কোনো কাজে আসতাছেনা। কিসের কমিটি সেন্টার বানায় রাখসে। কমিটি সেন্টার কেন বানাইব? সামনে ঈদ আসতাছে। বিভিন্ন জেলা থেইকা পাইকাররা আসবো মাল কিনতে। কিন্তু তারা নারায়ণগঞ্জ আসলে একটা থাকার ভালো জায়গা নাই। প্রতি বছর তারা নারায়ণগঞ্জ আইসা ভোগান্তির শিকার হয়। আইসা থাকতে পারেনা আবার মাল কিনে কোথাও রাখতেও পারেনা। যার কারণে তারা এখন সদরঘাট চলে যায়। আমাদের সমিতির নেতারা কখনো ভাবসে এটা নিয়া?
তিনি আরো বলেন, মিশনপাড়ায় আমাগো যেই ভবন আছে সেটায় বিএনপি নেতারা বিচার আচার করে। হোসিয়ারী সমিতির সম্পত্তি হোসিয়ারী ব্যবসায়ীদের কাজে আসতাছেনা। চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, কুমিল্লার যেই ক্রেতারা আমাদের এখানে আইসা একদিন থাকতে পারেনা। মিশনপাড়ার ভবনে কমিটি সেন্টার না কইরা তাদের থাকার ব্যবস্থা করেন, খাওয়ার ব্যবস্থা করেন। তাইলে ওই লোকেরা সদরঘাট না গিয়া নারায়ণগঞ্জই আসবো, সাথে আরো দুইজন নতুন লোকও আনবো। এতে আমাদের ব্যবসা কমবেনা আরো বাড়বে।
নাম প্রকাশে অনিচ্ছক উকিলপাড়া এলাকার এক হোসিয়ারী ব্যবসায়ী বলেন, আমাদের হোসিয়ারী ব্যবসা টিকে আছে আমাদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে। এছাড়া সমিতির কোনো ভূমিকা নাই এর পিছনে। ঝুটের দাম পাইনা, চাঁদাবাজরা হুমকি দেয়, রাইতে শ্রমিকরা বাসায় যাওয়ার সময় ছিনতাইকারী ধরে। সমস্যার শেষ নাই। আমাদের একজন ভালো নেতা লাগবো। যেই নেতা তার চিন্তা ভাবনা দিয়া আমাদের বড় বড় সমস্যাগুলো দূর করবো। অনেক কিছু পরিবর্তন করতে হবে। সেটা না করলে এমন ব্যবসা কইরা লাভ কি।
আপনার মতামত লিখুন :