নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রয়েল টোব্যাকো নামক একটি কোম্পানিতে অভিযান চালিয়ে ১লাখ ৪০ হাজার শলাকা অবৈধ সিগারেট ও প্রায় ২১ লাখ টাকা মূল্যের রিউজড স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
এসময় উক্ত প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি কোম্পানির ভ্যাট অফিসারকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার ১৯মে সকাল হতে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত কারখানাটি এ অভিযান চলে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে র্যাব-১১ এ অভিযান পরিচালনা করেছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, রয়েল টোব্যাকো সবশেষ ২০২১ সাল থেকে চালু হবার পর থেকে দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা করে মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তারা মূলত ৫০শতাংশ আসল স্ট্যাম্প এবং বাকি ৫০শতাংশ রিইউজড স্ট্যাম্প দিয়ে সিগারেট বিক্রি করে আসছিল। অভিযানকালে আমরা সিগারেট, বিপুল পরিমাণে রি-ইউজড স্ট্যাম্প এবং নকল স্ট্যাম্প উদ্ধার ও সিলগালা করি। এর পাশাপাশি আমরা ওই ফ্যাক্টরিকে জরিমানা করেছি এবং একজনকে কারাদণ্ড ও দিয়েছি।
অভিযানকালে আরও উপস্থিত ছিল র্যাব-১১সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ, ডেপুটি কমিশনার অফ কাস্টমস, সহকারী পরিচালক ( ভোক্তা অধিকার) এবং পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। উল্লেখ্য, এরআগে ২০২৩ সালে এ ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয় এবং একই অভিযোগে সিলগালা করা হয়। পরবর্তীতে সিলগালার ৭দিন যোতেই এটি পুনরায় চালু করা হয়েছিল ।
আপনার মতামত লিখুন :