News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

চরসৈয়দপুরে হত্যা চেষ্টা মামলায় তাওলাদ মেম্বারসহ আটক ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৯:২৬ পিএম চরসৈয়দপুরে হত্যা চেষ্টা মামলায় তাওলাদ মেম্বারসহ আটক ৩

প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির ওয়েস্টেজ মালামাল ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চর সৈয়দপুর এলাকায় লাইলী পাগলনীর মাজারের সম্মুখে পথরোধ করে ওয়েস্টেজ মাল বোঝাই ৩টি ট্রাক আটক করে ৫ লাখ টাকা চাদাঁদাবির অভিযোগের দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৩ আসামিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

রবিবার ১৮ মে দুপুরে আদালতপাড়া হতে তাদেরকে আটক করেন উপপরিদর্শক মো. আবদুল আজিজ। আটককৃতরা হলে জুলহাস সরদারের তিন ছেলে সোহেল সিমান্ত, আওলাদ হোসেন তাওলাদ এবং শিশির বাবু।

থানায় দায়েরকৃত মামলায় মো. জলিল উল্লেখ করেন যে, তাঁর ছেলে রানা আহমেদ দীর্ঘদিন যাবত প্রিমিয়ার সিমেন্টে ঠিকাদারী ব্যবসা করিয়া আসছে। রূপমসহ বিবাদীগণ গত কয়েক দিন যাবত আমায় উক্ত ঠিকাদারী ব্যবসা পরিচালনায় বাধা প্রদান সহ বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসিয়েছে। এর সূত্র ধরে গত ১৩ মে বিকাল সাড়ে ৫ টায় বিবাদী রুপমের নেতৃত্বে উক্ত বিবাদীরা আমার সন্তানের নিকট সাত লক্ষ টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে আমার সন্তান এলাকার লোকজন নিয়ে উক্ত ঘটনা স্থলে পৌছালে বিবাদীগণ তর্কবির্তক করতে গেলে সাত্তার সরতারের তিন ছেলে রুপম, লিটন ও রিফাত, জুলহাস সরদারের তিন ছেলে  সোহেল সিমান্ত, আওলাদ হোসেন হোসেন তাওলাদ ও শিশির বাবু, মৃত আক্কেল আলীর ছেলে চান বাদশা, চান বাদশা ছেলে সাইদুর, বসুর ছেলে নিহাদ ও মেহেদী, দিলার ছেলে রাহিম এবং মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জন আমার ছেলে মারধর শুরু করে।

Islam's Group