News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সিদ্ধিরগঞ্জের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৪:২৪ পিএম সিদ্ধিরগঞ্জের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেডের ঘরে গ্যাস-লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নাজমা বেগম (৪০)ও তার মেয়ে আফরোজা (১৬)ও নামে দুই নারী দগ্ধ হয়েছেন।
৩০ জুন সোমবার দিবাগত রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় রাত সাড়ে বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান।
তিনি জানান, রাতের দিকে নাজমা বেগম ২২ শতাংশ দগ্ধ ও তার মেয়ে আফরোজা ২২ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে আমরা তাদের দুজনকেই ফিমেল হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি দেই। তাদের দুজনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডাঃ শাওন বিন রহমান।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রুবেল জানান, আমার ফুফু নাজমা বেগম ও তার মেয়ে আফরোজা মানুষের বাসা বাড়িতে কাজ করতো। গতকাল রাতের দিকে তাদের ভাড়া টিন সেড ঘরের নিচ দিয়ে বয়ে যাওয়া গ্যাস লাইনের পাইপ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার ফুপু ও তার মেয়ে দগ্ধ হয়। পরে তাদের দুজনকে গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেন চিকিৎসক। আমার ফুফু এবং ফুফাতো বোনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

Islam's Group