News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জুলাই অভ্যুত্থানে নিহত স্বজনের কবর জিয়ারতে এনসিপি নেতাকর্মীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৯:৩৯ পিএম জুলাই অভ্যুত্থানে নিহত স্বজনের কবর জিয়ারতে এনসিপি নেতাকর্মীরা

জুলাই গণঅভ্যুত্থানের মাস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

মঙ্গলবার ১ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ স্বজনের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। এসময় স্বজন সহ জুলাই আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

জিয়ারত শেষে এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, দেশের বিভিন্ন দুরবস্থার দায়ভার আমাদের নিতে হচ্ছে, বাংলাদেশের জনগনগকে নিতে হচ্ছে। সে জায়গা হতে আমাদের বের হয়ে আসতে হবে। জুলাইয়ের কারণে আজকের এই নতুন বাংলাদেশ। সবাইকে কাধে কাধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সবাই যার যার দলীয় বা ব্যক্তিগত স্বার্থ চিন্তা করে একত্রে কাজ করার থেকে দূরে সরে গেছি। 
এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, জুলাই বিপ্লবীরা যারা মাঠে নেমেছিলো তাঁরা ঘরে ফিরে যায়নি। তাঁরা মানুষের দাবী নিয়ে মাঠে আছে। তাঁদের সাথে যারা বেঈমানী করতে চাইবেন বা বিশ্বাসঘাতকতা করতে চাইবেন তাঁদের পরিণতিও ফ্যাসিস্টের মতই হবে। এই জুলাইয়ের প্রত্যেকটা দিনই আমরা কিছু না কিছু করতে চাই। যে প্রত্যাশা নিয়ে জুলাইতে অংশগ্রহণ করেছিলাম সেটা পূরণ হয়নি। ছাত্র-জনতার আকাঙ্খা শুধু ক্ষমতার পরিবর্তন ছিলো না, ছিলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। কিন্তু সংবিধান থেকে রাষ্ট্রকাঠামোর কোন পরিবর্তনই আমরা ঘটাতে পারিনাই। রাষ্ট্রসংস্কারে এই সরকার এখন পর্যন্ত ব্যর্থ। আমরা মনে করিয়ে দিতে চাই জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করবেন না। 

Islam's Group