News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৪:১৯ পিএম রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মিথিলা আক্তার (২০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
 
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিথিলা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা সাব্বির রহমানের স্ত্রী।
মিথিলার স্বামী সাব্বির রহমান জানান, রাতে রিকশায় করে তারা দুজন সোনারগাঁয়ের বালুর মাঠ এলাকা দিয়ে বাসার পথে ফিরছিলেন। পথিমধ্যে অসাবধানতাবশত মিথিলার পরনের ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায় এবং তাতে গলায় ফাঁস লেগে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসকের বরাতেই মৃত্যুর বিষয়টি জানা গেছে। লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Islam's Group