ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ হারিয়েছে নবম শ্রেনীর ছাত্র খন্দকার ইমাম হোসেন আদর (১৫)। বুধবার বিকেলে ফতুল্লার ভুইগড় হাজী পান্দে আলী হাইস্কুল থেকে বাড়ি ফেরার পথে এসবি গার্মেন্টসের সামনে লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন আদর ফতুল্লার ভুইগড় পুরান বাজার এলাকার আমির হোসেন খন্দকার ও শিলা আক্তারের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ইমাম হোসেন আদর ভুইগড় হাজী পান্দে আলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র। স্কুল ছুটির পর লিংক রোডের পাশ দিয়ে বাসায় ফেরার পথে বেপরোয়া অজ্ঞাত গাড়ি আদরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন আদরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সন্তানকে হারিয়ে তার বাবা মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :