News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচিতদের শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১০:২৮ পিএম নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচিতদের শুভেচ্ছা

 নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন

পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন ও অর্থ সম্পাদক আনিসুর রহমান জুয়েলসহ কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে

ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ জুলাই) রাত ৮টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে

ফতুল্লা প্রেস ক্লাবের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম রহিম, অর্থ সম্পাদক শাকিল আহম্মেদ ডিয়েল, দপ্তর সম্পাদক মোস্তাক

আহম্মেদ সুমন, সদস্য মোঃ সেলিম হোসেন, মোঃ জসিম উদ্দিন, রাকিব চৌধুরী শিশির, মোঃ সোহেল রানা ও আরিফ হোসেন প্রমুখ।

এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, “গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতা বিকাশে নবনির্বাচিত কমিটির ভূমিকা হবে ইতিবাচক ও প্রেরণাদায়ী। আমরা আশা করি, তাঁদের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে যাবে।”

অনুষ্ঠান শেষে দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এই

ফুলেল শুভেচ্ছা বিনিময় দুই সংগঠনের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করবে বলে অভিমত জানান সংশ্লিষ্টরা

Islam's Group