News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে টানছেন ‘মডেল মাসুদ’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৭:০৩ পিএম জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে টানছেন ‘মডেল মাসুদ’

নারায়ণগঞ্জের বন্দরে পুরান বন্দর চৌধুরীবাড়ি হাবিব নগর মসজিদ এবং মাদ্রাসার নামে চৌধুরীবাড়ি খাল দখলে প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সলিম সরদার নামে একজনকে ‘ভূমিদস্যু’ আখ্যা দেওয়া হয়েছে ওই মানববন্ধনে। সেখানে বক্তারা অভিযোগ করেন খালটি দখল করেছেন সলিম সরদার যিনি এক সময় জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত থাকলেও এখন বিএনপি সাজার চেষ্টায় রয়েছে। আর বিএনপির সাজতে তিনি ওই মাদ্রাসায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাসুজ্জামান মাসুদকে দাওয়াত করে নিয়ে এসেছেন। ২৮ জুন শনিবার মাসুদুজ্জামান জামান মাসুদ ওই মাদ্রাসায় গিয়েছেন।

এলাকাবাসী মানববন্ধনে বলেন, সলিম সরদার একজন ভূমি দস্যু। সে এক সময় জাতীয় পার্টির করতো। সেলিম ওসমানের খুব ঘনিষ্ঠ ছিল। জাতীয় পার্টির সকল বড় বড় নেতারা তার বাড়িতে আসতো। এখন সে বিএনপি সেজেছে। আমাদের একজন নতুন শোভাকাঙ্খী মাসুদ সাহেবকে তিনি দাওয়াত করেছে। আমি মাসুদ সাহেবকে বলতে চাই, আপনি বিএনপি করেন। কিন্তু এখানে কারা বিএনপি করেন, কারা বিএনপির সাথে জড়িত, কারা নির্যাতিত, কারা বিএনপিকে ধরে রেখেছে আগে তাদের চিনুন জানুন। এরপর দিক নির্দেশনা নিবেন কাদের কাছে যাবেন কাদের কাছে যাবেন না। কারো সাথে কথা না বলে আপনি আওয়ামী লীগের দোসরের কাছে চলে আসতেছেন এবং এই দোসরেরা আবার হিংস্র থাবা দিবেনা তার কোন গ্যারান্টি নাই।

শনিবার ২৮ জুন দুপুরে চৌধুরীবাড়ি বাজারে পুরান বন্দর চৌধুরীবাড়ি সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দাইমুউদ্দিনের সভাপতিত্ব ও হুমায়ন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আনিছ মোল্লা।

মানববন্ধনে বক্তরা বলেন, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মূলখাল থেকে শাখা খাল ভরাট করে পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিব নগর মসজিদ এবং মাদ্রাসার দোহাই দিয়ে চৌধুরীবাড়ি খাল দখল করেছে ভূমিদস্যু সেলিম ওসমানের দোসর সলিম সরকার। ফলে স্থানীয় এলাকাবাসী নানান সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় সচেতন মহল ভূমিদস্যু সলিম সরকারের হাত থেকে খালটি পুনরুদ্ধার এবং  বাজার অবমুক্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। 

এসময় উপস্থিত ছিলেন, হাবিব মোল্লা, সাজ্জাত হোসেন, মানিক ও রঞ্জিত সহ স্থানীয় এলাকাবাসী।

Islam's Group