লায়ন্স নতুন বর্ষ উপলক্ষ্যে টুগেদার উই ওয়ার্ক এই প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস নানা কর্মসূচী পালন করছে।
১ জুলাই সকাল থেকে বিকেল অবধি নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংলগ্ন রাস্তার পাশে পথচারীদের ফ্রী ডায়াবেটিক টেস্ট, ডায়াবেটিক ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া সুইড প্রতিবন্ধী স্কুলে বৃক্ষ রোপন করা হয়, স্কুলের শিক্ষার্থীদের দৃষ্টি শক্তি পরীক্ষা করা হয়। এ প্রকল্প বাস্তবায়নে সহিতুন্নেসা লায়ন্স চক্ষু হাসপাতাল সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রতিবন্ধী শিশুদের নিয়ে তিনটি বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে ছবি আঁকার জন্য খাতা, রঙ পেন্সিল ও প্যাস্টাল কালার বিতরণ করা হয় এবং সকল শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীকে দুপুরের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের প্রয়াত সদস্য লায়ন আশরাফুর রহমান মিঠু'র নামে প্রবর্তিত শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ক্লাব সভাপতি একজন শিক্ষার্থী'র এক বছরের শিক্ষা বৃত্তি প্রদান করেন। একজন প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। এক অসহায় নারীকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়। একজন সবজি বিক্রেতাকে স্বাবলম্বী করতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। তিনজন মূচীকে স্বাবলম্বী করতে জুতাকালি করার বাক্স, যাবতীয় সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ২য় জেলা ভাইস গভর্ণর লায়ন ইমরান ফারুক মঈন রানা, লায়ন্স জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন সঞ্জয় ক্রান্তি সাহা, জি.এম.টি লায়ন দেবদাস সাহা, নারায়ণগঞ্জ কো-অর্ডিনেটর লায়ন এডঃ মোঃ নবী হোসেন, রিজিওন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন নাসরীন ইসলাম, রিজিওন চেয়ারপার্সন (ক্লাব) লায়ন মোঃ আশরাফুল ইসলাম, জোন চেয়ারপার্সন কো-অর্ডিনেটর লায়ন ইফতেখার আহমেদ পুলক,কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন রকিব উদ্দিন আহাম্মদ, জোন চেয়ারপার্সন ( ক্লাব) লায়ন আব্দুর রহমান বাবু। লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস এর সভাপতি লায়ন আবু তাহের রোমেল, ক্লাব সহ-সভাপতি লায়ন ফারুক আহমেদ খোকন, সাধারণ সম্পাদক লায়ন রুবিনা কবীর সহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :