ফতুল্লায় অসুস্থ বিএনপি নেতাদের খোঁজখবর নিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়নগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
মঙ্গলবার (১ জুলাই) সকালে ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মজিবুর রহমান, পশ্চিম দেলপাড়া এলাকার হাজী আহসানউদ্দিন, উওর দেলপাড়া এলাকার সুরুজ মিয়ার খোজঁখবর নিতে তার বাসভবনে যান মুহাম্মদ গিয়াসউদ্দিন।
উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, যুগ্ম-সম্পাদক খন্দকার আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি, মুহাম্মদ গিয়াসউদ্দিন এ,পি,এস, নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর জি,এম,সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল হাসান রতন ও নাছির প্রধানসহ আরো অনেকে।
মুহাম্মদ গিয়াসউদ্দিন অসুস্থ নেতাদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :