গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় দলটির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপি'র স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এনসিপির নেতৃবৃন্দরা মহাসড়কের সাইনবোর্ডের উভয় লেনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করে যাচ্ছে। একটা একটা আওয়ামী ধর ধইরা ধইরা জেলে ভরসহ বিভিন্ন স্লোগানে উত্তাল রেখেছে বিক্ষোভকারীরা।
এ বিষয়ে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠন নিরব রায়হান জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে আমরা এই বিক্ষোভে নেমেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানাই আমরা।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। এটার প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করেছি। অন্তর্বর্তী সরকার কি করছে এটা আমাদের প্রশ্ন। আমরা এটার বিচার চাই।
আপনার মতামত লিখুন :