গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, তোমার গুণের কারণে আজ তোমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এটা তোমার প্রাপ্তি আজকে তুমি পাচ্ছো কেন, কারণ তুমি তোমার সময়কে কাজে লাগিয়েছ, তোমার প্রচেষ্টা তুমি অব্যাহত রেখেছ এবং ভালো করার জন্য তোমার প্রচেষ্টা তোমাকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে, সেই জন্য তোমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। যদি জ্ঞান অর্জন করে প্রতিটা ক্ষেত্রে এমনিভাবে শিক্ষিত মানুষগুলো কৃতিত্ব রাখতে পারে তাহলে সবসময় এমন সম্মান পাওয়া যাবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁওয়ের পানাম ফুড পার্কে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. লুৎফর রহমান বলেছেন, আমরা সব সময় বলে থাকি শিক্ষা জাতির মেরুদন্ড, একটি প্রাণী কোন মানুষ এবং অন্যান্য প্রাণী সবাই, মেরুদন্ডের উপর দাড়িয়ে থাকে। শিক্ষাকে জাতির মেরুদন্ড বলা হয়, তার মানে একটি জাতির উন্নয়নের যতোগুলো প্যারামিটার আছে, যতোগুলো ভেরিয়েবল আছে, যে প্যারামিটারের উন্নয়নের মধ্যদিয়ে এই জাতির উন্নয়নের নির্ভর করে তার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে শিক্ষা। সেই করনেই শিক্ষাকে জাতির মেরুদন্ড হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
এসময় তিনি আরো বলেন, আমরা সেই মেরুদন্ডকে সবসময় আপন করতে চাই, যাতে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা সবসময় বিশ্বের উন্নত দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থার সংঙ্গে মিল করে চলতে চাই। আমরা এই মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা কিংবা পুরস্কৃত করার মধ্য দিয়ে তাদের যেমন সম্মান দেখাই, তেমনি সম্মান দেখাই তাদের অভিভাবকদের যাদের নেতৃত্বে তাদের পথ চলা এবং এখান থেকেই তারা অনুপ্রাণিত হয়। শিক্ষার, মেধার যাতে সঠিক মূল্যায়ন হয় সেই জন্য শুধু ঘরে চুপ কর বসে থাকলেই কিন্তুু হয় না, মেধার মূল্যায়ন রাষ্ট্র যাতে করে সেই জন্য সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হয়।
ছাত্র-ছাত্রীদের মাঝে প্রশ্ন রেখে ড. মো. লুৎফর রহমান বলেন, আমরা মেধাকে অগ্রাধিকার দেওয়ার জন্য কি যুদ্ধ করেছি না, জুলাই ২০২৪ শে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানে তোমাদের মতো ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে না এবং এই গণঅভ্যুত্থানের সুচনা হয়েছিলো মেধার আন্দোলন দিয়ে।
গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম, তাহেরপুর ইসলামিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাজমুল ইসলাম পাটওয়ারী, মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিল হোসেন ভূইয়া, গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক জিএম সাদরিল ও বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ রশীদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :