News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

নারায়ণগঞ্জে বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো পুরো এলাকা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৫:৪০ পিএম নারায়ণগঞ্জে বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো পুরো এলাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা বউবাজার এলাকায় ২৬ আগস্ট মঙ্গলবার বেলা আড়াইটায় সিটি করপোরেশনের ড্রেনের ভেতরে গ্যাস জমে বিকটশব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে প্রায় ৪শ’ ফুট এলাকা কেঁপে উঠলে ড্রেনের স্লাপ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণে ড্রেনের কোন কোন স্লাপ তিন ফুট উপরে ওঠে যায়। নূর ইসলাম (৫৫) ও দুই নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়। আহত দুই নারীর নাম এখনো জানা যায়নি।

বিস্ফোরণের পর শত শত লোকজন ঘটনাস্থলে ভিড় করে। ঘটনার পর পর পুলিশ ও সিটি করপোরেশনের লোকজন বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছেন।

সিআইখোলার কাঁচামাল ব্যবসায়ী আবুল কাসেম জানান, আমি এবং আমার দোকানে আরও দুই ক্রেতা বসে ছিলাম। হঠাৎ বিকটশব্দে ড্রেনের স্লাপগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে যায়। আশেপাশের ভবনগুলো কেঁপে উঠে। এ সময় ড্রেন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, অত্র এলাকার ড্রেনগুলো নির্মাণ করার পর পরিস্কার করতে দেখিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন সুপাভাইজার ইব্রাহিম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে ময়লা-আবজনা থেকে গ্যাস জমে অথবা ড্রেনের ভেতরে গ্যাসের লাইন থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি ভালো বলতে পারবেন। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা বাবুল শ্যামল পাল জানান, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই আমাদের লোকজনকে ঘটনাস্থলে গিয়েছে।

Islam's Group