শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে ৮০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৫টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সহায়তা করেন। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও মো. হুজ্জাতুল ইসলাম।
অভিযানকালে দিগুবাবুর বাজারের কিশোরগঞ্জ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ৩৫০ কজি পলিথিন জব্দ, জুনায়েদ হার্ডওয়্যার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি জব্দ, সিদ্দিক স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৩০ কেজি জব্দ, বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ৮৭ কেজি জব্দ এবং মেসার্স এল বি ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা ও ১৩৭ কেজি জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :