News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

নারায়ণগঞ্জে আরও একটি আসন বাড়ানোর প্রস্তাবনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১১:০২ পিএম নারায়ণগঞ্জে আরও একটি আসন বাড়ানোর প্রস্তাবনা

নারায়ণগঞ্জে আরও একটি আসন বাড়ানোর আলোচনা চলছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রায় সবাই আসন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শুনানী হয়।

শুনানিতে নারায়ণগঞ্জের প্রতিনিধিরা ইসির খসড়ায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বন্দর থানার পাঁচটি ইউনিয়ন বাদ দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে যুক্ত করার প্রতিবাদ জানান। তবে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম ইসির প্রস্তাবে সহমত পোষণ করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রায় সবাই মত দেন, নারায়ণগঞ্জের আসন পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি করা হলে সব সমস্যার সমাধান হবে।

নারায়ণগঞ্জের ৬ নং আসনটি নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-৩ নং আসনের জনসংখ্যা বিবেচনায় কিছু এলাকা নিয়ে হতে পারে বলে জানা গেছে। সেখানে সোনারগাঁয়ের কাচঁপুর, সাদিপুর, জামপুর, ভুলতা, গোলাকান্দাইল, দুপ্তারা ও ব্রাহ্মন্দী ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জের নতুন আসন নিয়ে ভাবছে ইতিও।

গত ৩০ জুলাই ইসি প্রকাশিত প্রস্তাবিত খসড়ায় নারায়ণগঞ্জের তিনটি আসনÍ ৩, ৪ ও ৫-এর সীমানা পরিবর্তনের সুপারিশ করা হয়।

ইসির সুপারিশ অনুযায়ী, সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে বন্দর উপজেলা। এতে সোনারগাঁওয়ের দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার পাশাপাশি বন্দরের পাঁচটি ইউনিয়নও যুক্ত হবে। এ পাঁচটি ইউনিয়ন বর্তমানে নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায় রয়েছে।

নতুন খসড়ায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বাদ পড়ছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। তবে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড। ইসির প্রস্তাবে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সবগুলো ২৭টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত করা হবে।

অন্যদিকে, নারায়ণগঞ্জ-৪ আসন গঠিত হবে সদর উপজেলার ফতুল্লা, কাশিপুর, কুতুবপুর, বক্তাবলী ও এনায়েতনগর ইউনিয়ন এবং নাসিকের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড নিয়ে। তবে নতুন খসড়ায় এ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। এর ফলে সিদ্ধিরগঞ্জের নয়টি ওয়ার্ড বাদ যাবে, যা যাবে নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায়।

খসড়া প্রকাশের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতারা ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ পান।

নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত প্রস্তাবনা বাতিলের পক্ষে-বিপক্ষে আবেদন করেন নারায়ণগঞ্জের অন্তত ১৮ জন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা।

Islam's Group