News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

বন্দরে মাথাবিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৮:৩৮ পিএম বন্দরে মাথাবিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বন্দরের ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন এলাকা শীতলক্ষ্যা নদী থেকে বুধবার ২৭ আগস্ট বিকেলে মাথাবিহীন অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে দিকে নদীর তীরে মরদেহটি ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে কাঁচপুর নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাথাবিহীন ওই মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Islam's Group