News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

দেওভোগে মসজিদে ডাকাতি,খাদেম রক্তাক্ত আহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:৩৮ পিএম দেওভোগে মসজিদে ডাকাতি,খাদেম রক্তাক্ত আহত

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেওভোগ নাগবাড়ি মোড়ে বাইতুল নূর জামে মসজিদে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ২৭ আগস্ট দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় মসজিদের খাদেম হাফেজ মোহাম্মদ শামীম গুরুতর রক্তাক্ত আহত হয়।

ঘটনার প্রসঙ্গে উক্ত মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের জানায়, বুধবার রাতে একদল সন্ত্রাসী বাহিনী ডাকাতি করার উদ্দেশ্যে মসজিদ প্রাঙ্গণে আসে। ডাকাত সদস্যরা মৃত ব্যক্তির জন্য খাট লাগবে বলে মসজিদে প্রবেশ করে। এরপর ডাকাতরা মসজিদের খাদেমকে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত আহত করে। তারপর স্টিলের আলমারির তালা ভেঙে মসজিদের স্টাফদের বেতনের টাকা, দান বাক্সের টাকা, ব্যাংকের চেক বই লুট করে নিয়ে যায়। এসময় তারা মসজিদের অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়। পরে স্থানীয় এক দোকান মালিক আহত খাদেমের আত্মচিৎকার শুনে তাকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়ান হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Islam's Group