News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ফেসবুকে মানুষ আমাকে গালি দেয় : মাওলানা ফেরদাউস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:১৬ পিএম ফেসবুকে মানুষ আমাকে গালি দেয় : মাওলানা ফেরদাউস

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্বোধনী অনুষ্ঠান ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, বিপ্লব ঘটাতে বেশি কিছু লাগে না, অল্প কিছু মানুষ হলেও হয়। তবে থাকতে হবে একত্বতা, মনের কঠোরতা এবং প্রতিজ্ঞাবদ্ধ মনোভাব। যা অন্য এক সাহসে রূপান্তরিত করবে। যত বড়ই শক্তিশালী প্রতিপক্ষ আঘাত হানার চেষ্টা করুক না কেন, আমাদের ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা বিপ্লবকে বিজয়ে রূপান্তরিত করতে পারব।


মাওলানা ফেরদাউসুর রহমান আরো বলেন, আমি কারো সমালোচনা করি না। কিন্তু আমার ফেসবুক পেজে গেলে দেখবেন আমাকে অসংখ্য লোক গালাগালি করে। আমি তো কারো বিপক্ষে কথা বলি না। আমি শুধু বুঝি, খানকায় বসে আলেম হওয়ার চেয়ে রাস্তায় মানুষের অধিকার আদায় করার জন্য যদি আমাকে গাল দেয়, তাতেও আমার কোন দুঃখ নেই। আমি মানুষের অধিকার নিয়ে কথা বলি এটাই কিছু মানুষের সবচেয়ে বড় সমস্যা। তার মানে কি, আমি যদি নারায়ণগঞ্জের মানুষের অধিকারের কথা বলি, তাহলে আমার মুখ বন্ধ করে দেওয়া হবে? মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষের অধিকারের পক্ষে কথা বলব। প্রয়োজনে রাজপথে মৃত্যুবরণ করতেও আমি প্রস্তুত। আপনারা আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ জয় একদিন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হবেই।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ। সভাপতিত্ব করেন ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি মুফতি আলাউদ্দিন ফরাজি। সঞ্চালনায় ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানার সদস্য সচিব  মাওলানা তাইজুল ইসলাম আব্বাসী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হারুনুর রশিদ, কামাল উদ্দিন দায়েমী,
মাওলানা মনাওয়ার হোসাইন, মুফতি আবু ইউসুফ, মাওলানা নোমান বিন্ত সাদিক, মাওলানা ইরফান আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সানি, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়বুল হোসেন, হাজী শাহীন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মিরাজ, শেখ হিরা ইসলাম, মাওলানা আলাউদ্দিন ফরাজি, মাওলানা ফরিদী, মোহাম্মদ উসমান গনী, মাওলানা সাজ্জাদ, মশিউর রহমান, মোস্তাফিজুর রহমান, মাওলানা কামরুল হাসান দায়েমীসহ অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

Islam's Group