News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

টিপুকে বড় ভাই সম্বোধন জাকির খানের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৭:২৯ পিএম টিপুকে বড় ভাই সম্বোধন জাকির খানের

দুই মেরু দুই নেতা বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ আদালতপাড়া প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মুখোমুখি হন। এ সময় জাকির খানকে হাত ধরে কুশল বিনিময় করে আইনজীবী সমিতির নির্বাচনের কেন্দ্রস্থল নিয়ে যান টিপু। 

১৯৯৬ সালের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও বর্তমান মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আল ইউসুফ খান টিপুকে বড় ভাই সম্বোধন করেছেন ১৯৯৯ সালের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এমন দৃশ্য আদালত প্রাঙ্গণে উপস্থিত দলের নেতাকর্মীদের মধ্যে এক ভাবগম্ভীর পরিস্থিতি দেখা যায়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিড়িঁ উঠা সময় টিপুকে জাকির খান বলেন, ‘বড় ভাই বহুত পরিশ্রম করতাছেন’। এ সময় টিপুকে হাস্যজ্জল অবস্থায় জাকির খানকে সিড়িতে উঠিয়ে নির্বাচন কেন্দ্রস্থ ঘুরে দেখান। এক যুগ পর টিপু ও জাকির খানের মুখোমুখিতে এমন আলোচনায় ইতোমধ্যে মহানগর বিএনপির মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

Islam's Group