News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশের পরিচয় শনাক্ত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১০:৩৫ পিএম উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশের পরিচয় শনাক্ত

বন্দরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম হাবিবুর(২৮)। তিনি সোনারগাঁ থানার কাঁচপুর মধ্যপাড়া এলাকার মো. চান মিয়ার ছেলে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(পিবিআই) তার ওই যুবকের পরিচয় শনাক্ত করেন।

বৃহস্পতিবার ২৮ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (পিআইবি) মোস্তফা কামাল রাশেদ জানান, বৃহস্পতিবার পিবিআই লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে প্রযুক্তিগত সহায়তায় পরিচয় শনাক্ত করে। নিহত হাবিবুরের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাথা কেটে আলাদা করা হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট দুপুরে স্থানীয়রা নদীর তীরে মাথাবিহীন লাশ দেখতে পেয়ে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, হত্যার কারণ উদঘাটন ও দায়ীদের গ্রেফতারে তদন্ত চলছে। হাবিবুরের মা মোসা ফিরোজা বেগম ও ভগ্নিপতি মো. জসীম বৃহস্পতিবার সন্ধ্যায় মর্গে লাশ শনাক্ত করেন।

Islam's Group