নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হীরাসহ চার সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
মো. মোহর চাঁন মিয়া নামের ব্যবসায়ী জেলা প্রশাসক,পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বরাবর অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (২৫ আগস্ট) ভুক্তভোগী ব্যক্তি প্রশাসনিক দপ্তরগুলোতে অভিযোগ দিয়েছেন।
ছাত্রদল নেতা হীরা ছাড়া অন্য অভিযুক্তরা হলেন যুবদল নেতা মাহবুব, সেন্টু এবং জাকির হোসেন। অভিযুক্তরা উভয়ে (নাসিক) ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে, ভুক্তভোগী মোহর চান দীর্ঘদিন যাবত বর্জ্য ব্যবস্থাপনার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। এটি তার জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। সবশেষ ২০২৪ এর ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর হতে উক্ত অভিযুক্তরা মাস প্রতি ভুক্তভোগীর নিকট থেকে ১ লাখ চাঁদা দাবি করে আসছেন। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নানাভাবে তাকে শারীরিক ক্ষতি করার হুমকি প্রদানের পাশাপাশি ব্যবসায়ী কার্যক্রমেও বাধা সৃষ্টি করে যাচ্ছিলো। ফলে সন্ত্রাসীদের অত্যাচারে এই ব্যবসায়ী পরিবারসহ নিরাপত্তাহীনতায় জীবন কাটাচ্ছেন।
এদিকে চাঁদা দাবির অভিযোগটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছেন ছাত্রদল নেতাসহ তার সহযোদ্ধারা। সামনে নিজের সুসময়ের কথা বিবেচনায় অপবাদ মুছে ফেলতে অভিযোগকারীর সঙ্গে ফিল্মি স্টাইলের কার্যক্রম করেছেন।
তথ্যমতে, ভুক্তভোগী ব্যবসায়ী বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দারস্থ হবার পর তার উপর নানামুখী চাপ প্রয়োগ করা হয়। অভিযোগ আছে, অভিযোগকারীকে জোরপূর্বক তুলে নিয়ে প্রধান অভিযুক্ত একে হীরার নাম সরানোতে বাধ্য করা হয়েছে।
অভিযোগ দিয়ে পরবর্তীতে ভিডিও বার্তা দেওয়ার বিষয়টি জানতে অভিযোগকারী মোহর চানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার জন্যে চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :