News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বিচারকের সাথে লইয়ার্স কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:২৮ পিএম বিচারকের সাথে লইয়ার্স কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শাহ মোহাম্মদ জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা লইয়ার্স কাউন্সিলের নেতাকর্মীরা। সেই সাথে বিচারকের হাতে ফুল দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তারা এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাইন উদ্দিন মিয়া, সেক্রেটারি অ্যাডভোকেট মো. ইস্রাফিল, জামায়াতে ইসলামী আইনজীবী থানা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট কাওসার মিয়া, অ্যাডভোকেট ওসমান খান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট জি এম মরতুজা ও অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম প্রমুখ।

Islam's Group