News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

দায়িত্বশীল হলে সবুজ পরিচ্ছন্ন নিরাপদ উন্নত শহর গড়ে তোলা সম্ভব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৫৯ পিএম দায়িত্বশীল হলে সবুজ পরিচ্ছন্ন নিরাপদ উন্নত শহর গড়ে তোলা সম্ভব

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি ও বিকেএমইএর সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেছেন, একজন ব্যবসায়ী এবং সচেতন নাগরিক হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উন্নত ও নিরাপদ সমাজ গড়তে হলে শুধু শিল্প-বাণিজ্যের উন্নয়ন নয়, বরং সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা, দক্ষ চালক ও সহযোগী কর্মী, এবং সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করাও জরুরি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এদিন জেলা প্রশাসনের উদ্যোগে এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় গ্রিন আমব্রেলা প্রকল্পের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ পরিবারের সদস্যদের কাছে ৫ লাখ করে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, প্রিয় গাড়িচালক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের হাতে রয়েছে হাজারো মানুষের জীবন। আপনারা যদি দায়িত্বশীলভাবে গাড়ি চালান, ট্রাফিক আইন মেনে চলেন এবং যাত্রীদের প্রতি সদাচরণ করেন, তাহলে শুধু দুর্ঘটনা কমবে না, বরং সমাজে আপনাদের প্রতি সম্মানও বহুগুণে বৃদ্ধি পাবে। আপনারা মনে রাখবেন; একজন চালক শুধু গাড়ি চালান না, তিনি মানুষের নিরাপত্তা ও জীবনের রক্ষক। তাই প্রতিটি মুহূর্তে আপনাদের সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, সম্মানিত পরিবহন মালিক ভাইদের বলবো, আপনাদের দায়িত্বও কম নয়। চালকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা মালিক হিসেবে আপনাদের সামাজিক দায়িত্ব। শুধু মুনাফা নয়, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই পরিবহন ব্যবসা পরিচালনা করতে হবে। কারণ নিরাপদ সড়ক গড়তে চালকের মতো মালিকরাও সমানভাবে দায়বদ্ধ।

নারায়ণগঞ্জ সবসময়ই শিল্প, বাণিজ্য ও মানবসম্পদ উন্নয়নের জন্য পরিচিত। তাই এই ধরণের উদ্যোগ আমাদের সামাজিক উন্নয়নের যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। আমি জোর দিয়ে বলতে চাই, আমাদের সংগঠন বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স সর্বদা এ ধরনের ইতিবাচক ও উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করবে।

সোহেল বলেন, আমি জেলা প্রশাসন সহ এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং প্রতিশ্রæতি দিচ্ছি একজন শিল্প নেতা হিসেবে আমি সবসময় এ ধরনের ইতিবাচক ও উন্নয়নমূলক কার্যক্রমে পাশে থাকবো। সবশেষে বলব আমরা সবাই মিলে যদি দায়িত্বশীল হই, তবে একটি সবুজ, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

Islam's Group