News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ধানের শীষ হাতে রাজপথেই আবুল কালামের চমক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:২৭ পিএম ধানের শীষ হাতে রাজপথেই আবুল কালামের চমক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার রীতিমত চমক দেখিয়ে নিজের জনপ্রিয়তাকে জানান দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের তিনবারের সাবেক এমপি আবুল কালাম। ১ সেপ্টেম্বর সকালে শহরের মন্ডলপাড়া হতে বের হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় হাজার হাজার জনতা হেঁটেছেন কালামের সঙ্গে। বিভিন্ন বয়সী মানুষের মিলনমেলায় ক্রমশ দীর্ঘ হয় শোভাযাত্রা।

আবুল কালামকে দেখতে এদিন হাজির হন অনেকেই। শহরের বিভিন্ন এলাকা তো বটেই শীতলক্ষ্যার পূর্ব পাড় বন্দর হতেও জনতার ঢল নামে। আবুল কালাম অনেকের সঙ্গে করমর্দন, আর হাত নেড়ে জনতার ভালোবাসার জবাব দেন।

মিছিলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা সহ বিভিন্ন সারির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Islam's Group