শব্দদূষণের দায়ে ৭টি যানবাহনকে অর্থদণ্ড ও ৭টি হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সোমাবার ৮ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেগুফতা মেহনাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
এ সময় অভিযানে ৭টি পরিবহণ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারায় এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপপরিচালক এ এইচ এম রাসেদ জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :