News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

মেট্রোরেল নিয়ে ক্ষুব্ধ নারায়ণগঞ্জবাসী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৩৬ পিএম মেট্রোরেল নিয়ে ক্ষুব্ধ নারায়ণগঞ্জবাসী

সম্প্রতি নারায়ণগঞ্জে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ঐকবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছিল নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কিন্তু আন্দোলনের ঘোষণা আসার আগেই বর্ধিত বাস ভাড়ার স্থগিত করা করা হয়। বাস ভাড়ার ঘটনার মতই এমআরটি-২ লাইন থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশা সহ সাধারণ মানুষ। এবার নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে পুনরায় অর্ন্তভুক্ত করতে নানা কর্মসূচির পরিকল্পনা করছেন রাজনৈতিক দল গুলো সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষেরা।

ইতোমধ্যে নারায়ণগঞ্জকে এমআরটি প্রকল্প থেকে বাদ দেওয়ার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনরা দাবি তুলছেন, নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সম্ভাব্য প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। যে সকল প্রার্থীর প্রতিশ্রæতিতে নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পের অর্ন্তভুক্ত করার প্রতিশ্রুতি থাকবে সেই সকল প্রার্থীদের পক্ষেই নিজেদের মতামত দিবেন নারায়ণগঞ্জের তরুণ সমাজ।

নারায়ণগঞ্জকে এমআরটি-২ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, দেশের অন্যতম বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ জেলা। দীর্ঘদিন ধরে নগরবাসী যানজটে নাকাল। নগরীতে ৮ শতাংশ সড়ক থাকলেও বাস্তবে ব্যবহারযোগ্য আরো কম। এমনকি নারায়ণগঞ্জের পরিবহন খাত দূর্বৃত্ত দ্বারা নিয়ন্ত্রিত। এই দূর্বৃত্তের হাতে দশকের পর দশক ধরে নারায়ণগঞ্জবাসী জিম্মি। এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ যুক্ত থাকবে, এই সংবাদ নগরবাসীকে স্বস্তি দিয়েছিল। কিন্তু গত ৩১ আগস্ট গণমাধ্যম সূত্রে আমরা জেনেছি, মেট্রোরেল প্রকল্প এমআরটি-২ থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া হয়েছে। এমআরটি-২ থেকে নারায়ণগঞ্জ অংশকে বাদ দিলে নারায়ণগঞ্জের বিশাল জনগোষ্ঠী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত হবে। যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরো বলেন, আমরা জানি এমআরটি-১ এবং এমআরটি-৬ প্রকল্পে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও মুন্সিগঞ্জকে যুক্ত করা হবে। এমআরটি-৫ নর্দান রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জে মেট্রোরেল প্রকল্প চলমান। কিন্তু ঢাকার একেবারেই নিকটবর্তী নারায়ণগঞ্জকে যখন এমআরটি-২ প্রকল্প থেকে বাদ দেওয়া হয়, সেটাকে আমরা নারায়ণগঞ্জের প্রতি অবহেলা এবং ষড়যন্ত্রের অংশ হিসেবেই চিহ্নিত করি। আমরা দাবি করি, পূর্বে এমআরটি-২ প্রকল্পে ৪ টি স্টেশনের মাধ্যমে নারায়ণগঞ্জকে যুক্ত করে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনা বহাল রেখে সাথে আরো ৩ টি স্টেশন (শিবু মার্কেট, জেলা পরিষদ এবং চাষাড়া) যুক্ত করতে হবে। কোনভাবেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না। প্রাচীন এবং সমৃদ্ধশালী প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জকে বঞ্চিত রেখে কোন উন্নয়ন হতে পারে না। যেকোন মূল্যে এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করতেই হবে। এর কোন বিকল্প নেই। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। পরিকল্পিত এবং টেকসই নারায়ণগঞ্জ গঠনের জন্য প্রয়োজনীয় উন্নয়নে আমরা আপোষহীন থাকবো।

নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্প থেকে বাদ দেওয়াকে নগরবাসীর প্রতি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ।

এক বিবৃতিতে তিনি বলেন, “নারায়ণগঞ্জ দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। এই শহর শিল্প, বাণিজ্য ও গার্মেন্টস উৎপাদনের কারণে জাতীয় অর্থনীতির রক্তস্রোত বহন করছে। অথচ দীর্ঘদিন ধরে নগরবাসী ভয়াবহ যানজটে অতিষ্ঠ। প্রতিদিন হাজার হাজার শ্রমিক, ছাত্রছাত্রী ও চাকরিজীবী মানুষ রাস্তায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন। আমি ব্যক্তিগতভাবে যানজট নিরসনে কিছু উদ্যোগ নিয়েছি, তবে এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। নারায়ণগঞ্জবাসীর জন্য বড় পরিসরে একটি স্থায়ী সমাধান প্রয়োজন।”

তিনি আরও বলেন, “প্রথম পরিকল্পনা অনুযায়ী এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জে ৪টি স্টেশন অন্তর্ভুক্ত করার কথা ছিল। আমরা ভেবেছিলাম, এই প্রকল্পের মাধ্যমে নগরবাসীর কিছুটা হলেও স্বস্তি ফিরবে। কিন্তু দুঃখজনকভাবে সম্প্রতি জানা গেছে, নারায়ণগঞ্জকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এটি শুধু অবহেলা নয়, বরং নারায়ণগঞ্জবাসীর প্রতি সরাসরি বৈষম্য”

নারায়ণগঞ্জকে বাদ দিয়ে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ জনগণ মেনে নেবে না উল্লেখ করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমরা চাই, পূর্ব পরিকল্পনা বহাল রেখে নারায়ণগঞ্জকে যুক্ত করা হোক। নারায়ণগঞ্জকে বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হলে তা নগরবাসীর প্রতি বৈষম্য এবং জাতীয় উন্নয়ন থেকে বঞ্চিত করার শামিল হবে। নারায়ণগঞ্জের অধিকার কেড়ে নেওয়া মানে জনগণের সঙ্গে প্রতারণা। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নারায়ণগঞ্জের ন্যায্য অধিকার আদায় করব।

জনগণের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বিষয়টি নিয়ে নিজেদের দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সময় নারায়ণগঞ্জকে তিনি বলেন, শুধু মেট্রোরেল নয় নারায়ণগঞ্জের জনগণের স্বার্থের যেকোন দাবির সাথে আমরা একমত। নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পের অর্ন্তভুক্ত করার যে কথা ছিল, সেটা যদি কোনো কালো হাতের ইশারায় বন্ধ করে থাকে আমরা সেটার পুনর্বহাল চাই। জনগণ যেহেতু মেট্রোরেল চাচ্ছে সেহেতু আমরা জনগণের দাবির সাথে একমত। আশা করছি প্রত্যেকটি রাজনৈতিক দলই এই দাবিতে একমত হবে। আমাদের দলীয় ফোরামে আমরা আলোচনা করে এ ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করবো।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জকে এমআরটি-২ লাইনের সাথে যুক্ত করার জন্য ৩ সেপ্টেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর বরাবর স্মারক লিপি জমা দিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দরা।

Islam's Group