News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৮:০৬ পিএম শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  শনিবার বেলা সোয়া দশটায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের নাম জয়কৃষ্ণ (১৮)। সে নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে। এর আগে শুক্রবার রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতার কারণে পানিতে ডুবে নিখোঁজ হয়। 

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান জানায়, শুক্রবার রাতে রামকৃষ্ণ নামের ওই যুবক টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে  উদ্ধার তৎপরতা শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা যায়নি। পরে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে বেলা সোয়া দশটায় দূর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, শুক্রবার রাতে ট্রলার থেকে নদীতে পড়ে জয়কৃষ্ণ নামের ১৯ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়। রাতে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হলে সোয়া দশটায় তার মরদেহ উদ্ধার করা হয়।
 

Islam's Group