৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে শহরের ব্যাংক কলোনি এলাকাস্থ নিউ খানপুর দারুন নাঈম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি ।
দুপুরে জুম্মার নামাজ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে করা হয় এই আয়োজন। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জনাব কাম্রুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও মাদ্রাসার শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন সেখানে।
আবু জাফর আহমেদ বাবুল বলেন, ৭নভেম্বর বাঙ্গালী জাতির ইতিহাসের এক অন্যতম দিন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি একটি সুন্দর বাংলাদেশের রূপ। তার স্মরণে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আমাদের আজকের এই দোয়া মাহফিল।
মাহফিলে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া কামনা করা হয়। আয়োজনে আরও উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বরকতউল্লাহ, সহ-সভাপতি মাহবুব হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ শ্যামল, মোঃ নুরুল ইসলাম, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ অনেকে।
দোয়া শেষে মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয় এবং আবু জাফর আহমেদ বাবুলসহ সকলে কোমলমতি শিক্ষার্থীদের সাথে খাবার উপভোগ করেন।








































আপনার মতামত লিখুন :