নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে ফতুল্লা থানায় ৪ টি হত্যা মামলা এবং সদর থানার ১টি পুলিশের কাজে বাধা প্রদান মামলায় শ্যোন অ্যারেষ্ট দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা প্রদানের একটি মামলা এবং অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালত ফতুল্লার ৪ টি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যা্ডভোকেট আওলাদ হোসেন জানান, যে-ই ৫ টি মামলায় শ্যোন অ্যরেষ্ট দেখানো হচ্ছে কোন মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে এই মামলাগুলো সাজানো হয়েছে। তারা নিম্ন আদালতের শ্যোন অ্যারেষ্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।
এর আগে গত ৯ মে ডা: সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে আনীত ৫ টি মামলায় হাইকোর্ট থেকে জামিন প্রদান করা হইলেও পরবর্তীতে জামিন স্থগিত করা হয়েছে। আইভি বর্তমানে কাশিমপুর কারাগারে গ্রেপ্তার রয়েছেন








































আপনার মতামত লিখুন :