জেলা পুলিশে দায়িত্বরত সদস্যদের মধ্যে পদোন্নতি প্রাপ্তদের র্যাংক ব্যাজ পড়িয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম।
শনিবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় রিজার্ভ অফিসে তাদের অভিনন্দন জানানো হয় এবং র্যাক ব্যাজ পড়িয়ে দেওয়া হয়।
ব্যাজ প্রাপ্তদের মধ্যে জেলা পুলিশে কর্মরত জাহিদ হাসান চৌধুরী এটি.এস.আই হতে টি.এস.আই পদে, মো. মানিক হোসেন কনস্টেবল হতে এ.এস.আই পদে এবং মশিউর রহমান কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি পেয়েছে।
এ সময় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি তাদেরকে অফিসার হিসেবে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।








































আপনার মতামত লিখুন :