News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ইসলামী আন্দোলনের স্মারকলিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:৪৬ পিএম এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ইসলামী আন্দোলনের স্মারকলিপি

এলপিজি গ্যাসের অযোক্তিক ও অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনস্বার্থে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির স্যার বরাবর স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ এর সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আবদুল মজিদ, শহর দক্ষিণ শাখার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, দেশের সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরমভাবে বিপর্যস্ত। এরই ধারাবাহিকতায় এলপিজি গ্যাসের সাম্প্রতিক অতিরিক্ত ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে অসহনীয় চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ভাড়াটিয়া জনগোষ্ঠী, ছোট ব্যবসায়ী ও হোটেল-রেস্তোরাঁ সংশ্লিষ্টরা এ মূল্যবৃদ্ধির ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, অনেক এলাকায় বিক্রেতারা নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দামে এলপিজি গ্যাস বিক্রি করছে, যা ভোক্তা অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। কার্যকর নজরদারির অভাবে এই অনিয়ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে।

এমতাবস্থায় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর পক্ষ থেকে ডিসির দৃষ্টি আকর্ষণ করে, এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা, অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, জনস্বার্থ বিবেচনায় এলপিজি গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা করার দাবি উপস্থাপন করা হয়।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group