এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢামাঢোল বাজার পর পরই এবং দলীয় মনোনয়ন ঘোষণার আগেই সদ্য বিএনপিতে যোগদান করা মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছিলেন মহানগর যুবদলের পুরো ইউনিট। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা ছিলেন মাসুদুজ্জামান মাসুদের পাশে। গত ৩ নভেম্বর বিএনপি থেকে মাসুদুজ্জামান মাসুদকে বিএনপির প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে মহানগর যুবদলের গতিপথ সঠিক ছিল। কিন্তু হঠাৎ ১৬ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় সকল কিছুর ছন্দপতন ঘটে। মুর্চে পড়েন মাসুদুজ্জামান মাসুদের অনুসারীরা। নেতাকর্মীদের আন্দোলন ও বাড়িঘর কারখানা ঘেরাও করার ঘোষণায় শেষ পর্যন্ত মাসুদুজ্জামান নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেও শেষ পর্যন্ত কেন্দ্র আর শেষ পর্যন্ত তার পরিবর্তিত সিদ্ধান্ত আমলে নেননি। এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হয়ে আসেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম।
মনোনয়ন ঘোষিত হওয়ার পর পরই অ্যাডভোকেট আবুল কালামের পাশে গিয়ে দাঁড়িয়ে কদমরসুল দরগাহ দোয়া অনুষ্ঠানে যোগদেন আরেক মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাবুল। ধীরে ধীরে অন্যান্য নেতারা আবুল কালামকে বিজয়ী করতে নির্বাচনে কাজ করার ঘোষণা দিতে থাকেন।
এবার সেই আবুল কালামের পাশে গিয়ে দাঁড়িয়েছেন মহানগর যুবদলের পুরো ইউনিট। শুক্রবার ১০ জানুয়ারি বন্দরে কুতুবদিয়া দরবার শরীফে একটি ওরশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সাবেক এমপি ও বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। ওই অনুষ্ঠানে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ ও যুগ্ম আহ্বায়করা সহ মহানগর যুবদলের পুরো ইউনিটের সবর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ ব্যাপারে মহানগর যুবদল আনুষ্ঠানিক ভাবে অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে শুরু করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল জানান, শুক্রবার বন্দরে একটি ওরশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। আমরা মহানগর যুবদলের সকল নেতৃবৃন্দ সেখানে গিয়ে ছিলাম। উনি আমাদের ধানের শীষের প্রার্থী আর দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা মহানগর যুবদলের পক্ষ থেকেও ধানের শীষকে বিজয়ী করতে অ্যাডভোটেক আবুল কালাম সাহেবকে বিজয়ী করতে পুরো সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে করবো এতো কোন দ্বিমত নেই।


































আপনার মতামত লিখুন :