News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রিলিফ পয়েন্ট ফাউন্ডেশনের বৃক্ষরোপণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৯:৩২ পিএম রিলিফ পয়েন্ট ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জে সামাজিক ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সামাজিক সংগঠন রিলিফ পয়েন্ট ফাউন্ডেশন ২ জুলাই বুধবার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে।

সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস বলেন, “আমরা মানুষ হিসেবে কেবল নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার দায়িত্বে আছি। গাছ লাগানো মানে শুধুই সৌন্দর্য নয়, এটি পরিবেশ রক্ষার জন্য একটি বৈপ্লবিক কাজ।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সদস্য ফারজানা আক্তার মিম, সদস্য সুমাইয়া আক্তার, হযরত আলি, এবং আরও অনেক সদস্য। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

ফারজানা আক্তার মিম বলেন, “আজকের এই ক্ষুদ্র প্রয়াস যদি একজন মানুষের মধ্যেও পরিবেশবান্ধব চেতনার জন্ম দিতে পারে, তবে সেটাই আমাদের বড় প্রাপ্তি। আমরা নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার পরিকল্পনা করেছি।”

উক্ত কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেমন রাস্তার পাশ, স্কুল প্রাঙ্গণ, সরকারি খালি জায়গা, মসজিদ-মাদ্রাসার সামনে ও জলাশয় পাড়ে বট, অশ্বত্থ, আম, কাঁঠাল, অর্জুন, মেহগনি, কৃষ্ণচূড়া, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় শিশুরা, শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন এবং নিজের হাতে চারা রোপণ করে এ উদ্যোগে অংশ নেন।

Islam's Group