বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়নগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর সবচাইতে জনপ্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ইতোমধ্যে অর্জন করেছে গতিশীল নেতৃত্ব। তাঁর চাইতে যোগ্যতা সম্পন্ন নেতা কোন রাজনৈতিক দলে আছে কিনা আমার জানা নাই।
বুধবার (২ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য নবানয় ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান বিদেশ থেকে স্বৈরাচারের বিরুদ্ধে তার দক্ষতা, তার যোগ্যতা, তার সাহসিকতা দিয়ে আমাদেরকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে, এবং আন্দোলন সংগ্রামে দিকনির্দেশনা দিয়ে নেতৃত্ব দিয়েছে।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্ব ও মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনের পরিচালানায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তাফা কামাল, ডি,এইচ,বাবুল, সেলিম মাহমুদ, জি,এম,সাদরিল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, নাজিম উদ্দিন, শুক্কুর আলী ও রুমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :