নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৬ নং ওয়ার্ডের সভাপতি আল আমিন প্রধান বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে। আমার নেতার মেরুদন্ডের হাড় ভেঙে দিয়েছে। অপপ্রচার কোন কাজে আসবে না। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের অবদানে এই বিএনপি। ব্যবসায়ীদের টিকিট দিলে তৃণমূল কখনও মেনে নিবে না। আমরা ভাইয়ের রাজনীতি করি না, আমাদের নেতা তারেক রহমান আদর্শ জিয়াউর রহমান।
বুধবার (২ জুলাই) ১৬নং ওয়ার্ডে বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের সভাপতি’র বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা যেন এই ফরম ঈমানের সাথে বিতরণ করি। যারা এই দেশকে চুষে খেয়েছে সেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি কর্মী যদি এই ফরমে অন্তর্ভুক্ত হয় আপনারা ব্যবস্থা নিবেন। ৭২ ঘন্টার ভেতরে সাংগঠনিক ব্যাবস্থা নিবেন এই অনুরোধ আমি করছি।
সাধারণ সম্পাদক মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসেম, সদস্য আনোয়ার হোসেন, জনি, আউয়াল হোসেন, রিপন, এমদাদ, মাসুদ রানা, অপু, জুম্মান, আকরাম, কাদির হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :