News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিসিক জমিটা পরিশোধ সম্ভব সেটা আমরা পর্যালোচনা করে দেখবো


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৮:৫২ পিএম বিসিক জমিটা পরিশোধ সম্ভব সেটা আমরা পর্যালোচনা করে দেখবো

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেছেন, আমাদের বিসিকের অফিস যে নিয়ম সে নিয়ম অনুযায়ী আমাদের এগুতে হবে। এটা কোন মূল্যে জমিটা পরিশোধ সম্ভব সেটা আমরা পর্যালোচনা করে দেখবো। এখনই তো সব সমাধান সম্ভব নয়। আমরা এটা পর্যালোচনা করে কী কী করা যায় এটা আপনাদের জানাবো।

বুধবার ৯ জুলাই বিসিকের চেয়ারম্যানের সাথে বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু’র নেতৃত্বে পরিচালকদের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দরা।

বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমাদের বিসিক হোসিয়ারি শিল্প নগরী প্রকল্পের আওতায় একটি এগারো শতাংশ জমি রয়েছে। আপনি থাকাবস্থায় এই কার্যালয়টি পুরনো মূল্য ধরে একটি মূল্য নির্ধারণ করে দিলে আমরা টাকাটা পরিশোধ করে দিতে চাই। বিসিক সবচেয়ে লাভজনক এলাকা। আপনার কাছে আশা করবো এ কাজটি দ্রæত করে দিবেন।

জবাবে বিসিক চেয়ারম্যান বলেন, এখনই তো সব সমাধান সম্ভব নয়। আমরা এটা পর্যালোচনা করে কী কী করা যায় এটা আপনাদের জানাবো।

উপস্থিত ছিলেন সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মোঃ আব্দুল হাই, মিজানুর রহমান, মনির হোসেন, হাজী মোঃ শাহিন হোসেন, আতাউর  রহমান, দুল্লাল মল্লিক, মোঃ মাসুদুর রহমান, সাইফুল ইসলাম হিরু, মোঃ নাছির শেখ, আব্দুস সোবহান, বিল্লাল হোসেন ও নাছিম আহম্মেদ।

Islam's Group