News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই শিখা প্রজ্জ্বালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১০:০৬ পিএম অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই শিখা প্রজ্জ্বালন

ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শিখা প্রজ্জ্বলন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।

কর্মসূচিতে জুলাইয়ের নারী যোদ্ধারা সেদিনের আন্দোলনের স্মৃতিচারণ করে। কর্মসূচীতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, অঞ্জন দাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফারহানা মানিক মুনা, নাসিমা সরদার, মুন্নি প্রত্যাশাসহ আরো অনেকে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা হয় তাদেরকে কুপিয়ে জখম করা হয়। সেদিন নারী শিক্ষার্থীদের উপরেও হামলা হয় তাদেরকে কোপানো হয়। ওইদিন রাতে আমরা তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ শহর থেকে মশাল মিছিল বের করেছিলাম। যেই মশালের আগুন নারায়ণগঞ্জের ঘরে ঘরে ছড়িয়ে যায় যা এখনো জ্বলছে। সেই মশালের আগুনকে নতুন করে জুলাই শিখা নামে প্রজ্জলন করতে চাই।

Islam's Group