News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিদ্যুতের প্রিপেইড মিটার মরণ ফাঁদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৬:১২ পিএম বিদ্যুতের প্রিপেইড মিটার মরণ ফাঁদ

বিদ্যুতের প্রিপেইড মিটারকে মরণ ফাঁদ আখ্যায়িত করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি অরাজনৈতিক সংগঠন।

২৩ জুলাই বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ ডিপিডিসি কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলীর বরাবর প্রি-পেইড মিটার বন্ধের দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ তার বক্তব্যে বিভিন্ন এলাকায় এই প্রি-পেইড মিটার স্থাপনের কারণে গ্রাহকদের নানা রকম জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টির কথা তুলে ধরে এই কার্যক্রম বন্ধের জোর দাবী জানান।

প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট রাজনীতিবিধ নির্ভিক সভাপতি এটিএম কামাল বলেন, এ ধরনের একটি গণবিরোধী কার্যক্রম ডিপিডিসি কর্তৃপক্ষ কিভাবে পরিচালনা করছেন জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে। অবিলম্বে এই প্রি- পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করা না হলে ভুক্তভোগী নারায়ণগঞ্জের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ- সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, হাজী রমজান উল রশীদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সহ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, আব্দুল হালিম বেপারী, গোলাম রসুল রফিক, পলিষ্টার ক্লাব সভাপতি এস এম বাতেন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, সোহরাব হোসেন, হারুন উর রশীদ মিলন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মাহামুদ।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জ শহরের পশ্চিম অংশে তথা নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, ফরাজীকান্দা, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, দেওভোগ, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, চাষাড়া, বালুর মাঠ,  খানপুর, মাসদাইর, জামতলা সহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ডিপিডিসি কর্তৃক পোষ্ট পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের পায়তারা করছে।

বক্তাগণ প্রি-পেইড মিটার স্থাপন করে গ্রাহকদের দুর্বিসহ যন্ত্রনা বৃদ্ধি করা থেকে বিরত থাকার এবং তা বন্ধ রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডিপিডিসি কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান। এই কার্যক্রম বন্ধ করা না হলে সাধারণ গ্রাহকদের সাথে নিয়ে হরতাল সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বিএম হোসেন, এসআই শাকিল, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, সহ সভাপতি আব্দুল সাত্তার ভুট্টু, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ হোসেন জুলু, হাজী আব্দুল রহমান শ্যামল, শফিকুল ইসলাম খোকন, সমাজকল্যাণ সম্পাদক রাজীউদ্দিন আহম্মদ,যুব কল্যাণ সম্পাদক ইমরান শরীফ, জাহাঙ্গীর হোসেন খোকা, মোঃ ইকবাল শেখ, হারুন অর রশীদ, মোঃ সুজন, মোঃ জামিল আহমেদ, রেহান শরীফ, জয়নাল ফকির, মোস্তাফিজুর রহমান শিপলু, মোহাম্মদ আলী, খ.ম সুলতান, মোঃ সুলতান, বিপুল হোসেন শুক্কুর, রিজন, মোঃ বদু, হাজী মনির, মনির বাদশা, রাব্বী, মোঃ আলম, ডাঃ মোঃ এনায়েত উল্লাহ, আব্দুল সালাম সেলিম, মোঃ মিরাজ, হারুন অর রশীদ, হাজী রহমত উল্লাহ, মোঃ হাসান, মোঃ আরাফাত সহ তিন শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Islam's Group