গত ১৮ জুলাই, ২০২৪ তারিখে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে বর্বরোচিত হামলা’র প্রতিবাদে আলোচনা সভা ও জুলাই বিপ্লবে নিহত সহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে ২৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর গেষ্ট হাউজ ক্যাফেটেরিয়া দোয়া অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি এম. সোলায়মানের সঞ্চালনা ও সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। এরপর আলোচনায় সভায় নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ক্লাব সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয়, পরিচালনা পর্ষদ সদস্য হারুন-অর-রশীদ, দিলারা মাসুদ ময়না, ক্লাব সদস্য জি.এম. হায়দার আলী বাবলু, এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, এডভোকেট আওলাদ হোসেন, কুতুব উদ্দীন আহমেদ, হাবিবুর রহমান বাদল প্রমুখ
বক্তব্য রাখেন।
এ সময় অনুষ্ঠানস্থলে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মোঃ জাহিদ হোসেন, সেলিম রেজা সিরাজী, কাজী আব্দুস সাত্তার সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্যবৃন্দ।
এরপর জুলাই বিপ্লবে ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে এবং ক্লাব সদস্য, সদস্যপরিবার ও ক্লাবের কর্মকর্তা/কর্মচারীদের জন্য দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :